ছেলেদের জন্য ৬ টি ভালো পারফিউম – বাজেট ভার্শন

আজ জেনে নিন একেবারেই কমদামের ভেতরে খুব ভালো কোলন কোনগুলো, সেগুলোর সুবাস কেমন, পারফরম্যান্স কেমন … ডেইলি ইউজ-এর এসব পারফিউম নিজের ইউজ-এর জন্য বা গিফট-এর জন্য করার চিন্তা করে থাকলে কোনটা আপনার জন্য ভালো হবে।

১) LACOSTE Eau de lacoste L.12.12 yellow (লাকসত এ দু লাকসত এল.১২.১২ ইয়েলো)

দাম: ১০০ মিলির দাম ৪০০০ টাকার মতো হবে।

নোটস: লেমন, গ্রেপফ্রুট, রেড অ্যাপল, ভেটিভার, সাইপ্রাস, পিঙ্ক পেপার, ফ্রেশ স্পাইসি।

ফ্রেঞ্চ টেনিস প্লেয়ার রেনে লাকসত তার বাজেট কোলন আর পারফিউম ব্র্যান্ডের আম্ব্রেলায় একের পর এক ‘কমের মধ্যে ভালো’ টাইপ সেন্ট প্রোফাইল ক্রিয়েট করেই যাচ্ছে। লাকসট ইয়েলো হচ্ছে ফ্রেশ সাইট্রাসি স্পাইসি প্রোফাইলের কোলন। যেটা বাজেট ব্র্যান্ডের ভেতরে বেশ কমন। বোঝাই যাচ্ছে ওপেনিং-এ লেমন ফ্রেশ আর ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর ফ্রেশ স্পাইসি হার্বি নোটস প্রমিনেনট হবে।

স্থায়িত্ব: কাপড়ে ৪-৫ ঘণ্টা, স্কিনে ৬ ঘণ্টা

বেস্ট ফর: ডেইলি ওয়ার-এর জন্য ভালো। ডে টাইম-এ ভালো মানাবে। ২০-৩৫ বছরের যে কেউ ইউজ করতে পারবে। খুব বাজেট ব্র্যান্ড হওয়ায় ক্যাজুয়াল ইউজ-এর জন্য লাকসতের জুড়ি নেই। সো রিস্ক নিয়ে ব্লাইনড বাই করে ফেললেও খুব একটা ক্ষতি নেই।